নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাসিবুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত হাসিবুল গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের আকছেদ আলীর ছেলে।
সােমবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল গাংনী উপজেলার চিৎলা গ্রাম থেকে হাসিবুলকে আটক করে। গাংনী থানা সূত্র জানায়,চিৎলা গ্রামের মধ্যপাড়ায় মাদক কারবারি চলছে এমন গােপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই সইবুর রহমান সঙ্গীয় ফাের্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সন্দেহ ভাজন হিসাবে হাসিবুলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান আটককৃত হাসিবুলের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। সেই সাথে সােমবার তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।