নিজস্ব প্রতিবেদক:
ভেজাল ও মানহীন কসমেটিক্স সামগ্রী বিক্রি করার অপরাধে মেহেরপুর গাংনী শহরের আকমল স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এ জরিমানা করে।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আকমল স্টোরে দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভেজাল ও মানহীন কসমেটিক সামগ্রী বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মানহীন বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক জব্দ করা হয়।ক্রেতা ঠকানোর দায়ে আকমাল স্টোর এর মালিকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রম্যমাণ আদালত।এ সময় মার্কেটিং অফিসার জিবরাইল হোসেন,র্যাবের স্কোয়ারট কমান্ডার(এএসপি) তারেক আমান বান্না নেতৃত্বে র্যাব-৬ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।