নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে গাংনী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলামের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।
মনোনয়ন পত্র জমা শেষে শতাধিক মোটরসাইকেল নিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
এ সময় আজিজুল হক বিশ্বাস বলেন, জনগণ যদি আমাকে ভালোবাসে অবশ্যই তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। জনগণের পাশে থেকে বামন্দী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরো বলেন, ইউনিয়ন বাসীর জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে যাব। আমি এলাকাবাসীকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখে দুঃখে মানব সেবা করতে চাই।