নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ৩১ বোতল ভারতীয় মদসহ সেলিম রেজা(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে।আটককৃত সেলিম রেজা গাংনী উপজেলার পলাশী পাড়া গ্রামের মৃত গোলাম জাকারিয়া ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪১নং মেইন পিলার A3Sহতে ১’শ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর সংলগ্ন নায়েক লিটন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩১বোতল ভারতীয় মদসহ সেলিম রেজাকে আটক করে। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিপি) অবস্থান টের পেয়ে সাথে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
আটককৃত সেলিম রেজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হবে।