নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের জান্নাতুল মৌ(১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯ টার সময় কুষ্টিয়ার একটি ছাত্রী ম্যাচে এক ঘটনা ঘটে। জান্নাতুল মৌ মথরাপুর গ্রামের মাসুদুর রহমান জিল্লুর এর মেয়ে।
তার বাবা মাসুদুর রহমান জিল্লুর জানান, আমার মেয়ে গত মে মাসের ৯ তারিখে বাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়।কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করে আসছিল,কিন্তু আজকে হঠাৎ করে খবর আছে আমার মেয়ে আত্মহত্যা করেছে।
এদিকে নিহত পরিবারের অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ করলে তারা আরো জানান, বর্তমানে জান্নাতুল মৌ এর লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।