Home » গাংনীর কাথুলী ইউপি নির্বাচনে প্রার্থী গোলজার হোসেনকে সংবর্ধনা দিতে জনতার ঢল

গাংনীর কাথুলী ইউপি নির্বাচনে প্রার্থী গোলজার হোসেনকে সংবর্ধনা দিতে জনতার ঢল

কর্তৃক xVS2UqarHx07
244 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ১১ নভেম্বর।০১নং কাথুলী ইউনিয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেনকে।শনিবার(০৯সেপ্টেম্বর) রাতে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এদিকে আজ সোমবার বিকেলে তাকে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।

এসময় কাথুলীবাসী ও দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত গোলজার হোসেন উপস্থিত সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য সবার দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি। পরে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ নিয়ে একটি মোটরসাইকেল সভাযাত্রা কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক প্রদক্ষিণ করেন।এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয় চারদিক।

০ মন্তব্য

You may also like

মতামত দিন