সহ বার্তা সম্পাদক শাহিন আহমেদ :
মেহেরপুর গাংনীর কড়ুইগাছি গ্রামবাসী মানববন্ধন করেছেন। মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গ্রামের গোরস্থান সড়কে বৃহস্পতিবার বিকে ৪ টাই এ মানববন্ধন করেন।
গোরস্থানের রাস্তা সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলায় গ্রামের ৮ জনকে হয়রানি করছে এমন অভিযোগ উত্থাপন করে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনের বক্তারা।
মানববন্ধনে গ্রামের বয়োবৃদ্ধ মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক সুমন আলী, হানজালা, ইসরাফিল হুসাইন উজ্জল, ফজলুল হক রবিউল ইসলাম।
বক্তরা বলেন, গ্রামের সবার জন্যই গোরস্থান উন্মুক্ত। গোরস্থানে প্রবেশ মুখে সামান্য একটু জমির কারণে রাস্তা বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ওই জায়গার মালিক হানজালা আড়াই শতক জমি গোরস্থানের নামে আড়াই শতক জমি দান করেন। তখন থেকে গোরস্থানের রাস্তায় মাটি ফেলা শুরু হয়। গ্রামের মানুষের বৃহত্তর স্বার্থে প্রায় সকলে মিলে গোরস্থানের উন্নয়নে মনোনিবেশ করেন। এরই মাঝে গ্রামে গোলাম জাকারিয়া ও গোলাম রসুল আড়াই শতক জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের অভিযোগ তুলে মেহেরপুর আদালতে ১৪৫ ধারায় একটি পিটিশন দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে। এখানে বিবাদি করা হয়েছে গোরস্থান উন্নয়নের দায়িত্বে থাকা গ্রামের ৮ জনকে।
বক্তারা বলেন, হানজালা তার ক্রয় করা সম্পত্তি দান করেছেন। এখানে কোন প্রকার জটিলতা নেই। গোলাম জাকারিয়া ও গোলাম রসুল পক্ষ চায় না যে গ্রামে গোরস্থান হোক কিংবা রাস্তা হোক। তারা ব্যক্তি স্বার্থে গ্রামের মানুষের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ক্ষমতার জোরে গ্রামের মানুষকে এ মামলায় হয়রানি করে যাচ্ছে। একদিকে গ্রামের মানুষ হয়রানি অন্য দিকে অন্য কোন মামলায় গ্রেফতারের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন। তাই মিথ্যা মামলায় রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে গ্রামে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ গ্রহণ করেন।