Home » গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
194 ভিউজ

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর সাড়ে ১২দিকে এ বোমাসদৃশ্য বস্তু দেখতে পান গ্রাম পুলিশ।

গ্রাম পুলিশ মনিরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার সামনের পিলারের সাইডে শপিং ব্যাগের ভেতর লাল টিপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ্য বস্তু দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জানাই।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, কে বা কারা ইউনিয়ন পরিষদে বোমাসদৃশ্য বস্তু রেখেছে।বোমা সদস্য বস্তুর খবর পাওয়ার সাথে সাথে গাংনী থানা পুলিশকে জানানো হয়েছে।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, ইউনিয়ন পরিষদে বোমাসদৃশ্য বস্তু দেখতে পেয়ে গ্রাম পুলিশের খবর শুনে বামন্দী ক্যাম্প এর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান বিএনপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এরকম নাটক সাজাচ্ছেন। যারা এই নাটক বাজ এর সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন