আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী উপজেলার ৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এলাকার জনপ্রিয় নেতা আবুল হাসেম বিশ্বাস ।
আজ বরিবার দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের হাতে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মজিরুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ আওয়ামীলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।