সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামে। আজ শনিবার দুপুরে গ্রামের আনারুল মেম্বরের বাগানে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথী ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।
আনারুল ইসলাম মেম্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইঞ্চার্জ আল মাসুদ মিয়া, সারগীদুল মেম্বর, হাসান আলী মেম্বর, বাজার কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন।
খেলায় গ্রামের ১১ জোড়া খেলোয়াড় তাদের খেলা প্রদর্শন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সেকেন্দার আলী মাস্টার।
খেলাটির আয়োজন করে হেমায়েতপুর ইয়াং স্টার ক্লাব।