Home » গাংনী উপজেলায় অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে ডিবি পুলিশ

গাংনী উপজেলায় অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে ডিবি পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
110 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের আবুল হাশেমের ছেলে আবু রাসেল (২৩) ও জামিরুল ইসলামের ছেলে রকিবুজ্জামান (২২)।

বুধবার দিবাগত রাতে গাঁড়াডােব গ্রাম থেকে তাদের আটক করে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটিদল। এসময় তাদের কাছ থেকে ৪টি এজেন্ট সীম,১টি ল্যাপটপ ও ৬টি মােবাইলফােন উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান,গাঁড়াডােব এলাকায় রকেট,বিকাশ ও নগদ-এর এজেন্টের মাধ্যমে সীম নিয়ে অনলাইন জুয়া খেলা করে আসছিল কয়েকজন যুবক।

গােপন সংবাদের ডিবি পুলিশের একটিদল ও সাইবার ক্রাইম দল অভিযান পরিচালনা করে। অভিযানে আবু রাসেল ও রকিবুজ্জামানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সীম,মােবাইলফােন, ল্যাপটব,মােবাইলফােন উদ্ধার করা হয়। মােবাইলফােন ও সীম থেকে অনলাইন জুয়ার লক্ষ -লক্ষ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এদিকে,আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন