নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের আবুল হাশেমের ছেলে আবু রাসেল (২৩) ও জামিরুল ইসলামের ছেলে রকিবুজ্জামান (২২)।
বুধবার দিবাগত রাতে গাঁড়াডােব গ্রাম থেকে তাদের আটক করে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটিদল। এসময় তাদের কাছ থেকে ৪টি এজেন্ট সীম,১টি ল্যাপটপ ও ৬টি মােবাইলফােন উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান,গাঁড়াডােব এলাকায় রকেট,বিকাশ ও নগদ-এর এজেন্টের মাধ্যমে সীম নিয়ে অনলাইন জুয়া খেলা করে আসছিল কয়েকজন যুবক।
গােপন সংবাদের ডিবি পুলিশের একটিদল ও সাইবার ক্রাইম দল অভিযান পরিচালনা করে। অভিযানে আবু রাসেল ও রকিবুজ্জামানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সীম,মােবাইলফােন, ল্যাপটব,মােবাইলফােন উদ্ধার করা হয়। মােবাইলফােন ও সীম থেকে অনলাইন জুয়ার লক্ষ -লক্ষ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এদিকে,আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।