নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে বিপ্লব হোসেন (২৩) নামের এক যুবক অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছে মোটরসাইকেল গ্যারেজ মালিক। শনিবার (২৮ মে) বিকেল তিন টার দিকে গাংনী হাসপাতাল বাজারে আনোয়ার হোসেনের গ্যারেজে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে গাংনী থানা পুলিশ। বিপ্লব হোসেন উপজেলার রুয়েরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দিলাল এর ছেলে।
গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ মালিক আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার বিকেল তিনটার দিকে রুয়েরকান্দি গ্রামের বিপ্লব হোসেন নামের এক যুবক মোটর সাইকেল কেনার জন্য তার গ্যারেজে আসে। গ্যারেজে থাকা নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি গাড়িটি দেখে তার পছন্দ হয়। উভয়ের মধ্যে আলোচনা ও দর কষাকষির এক পর্যায়ে এক লক্ষ ২৫ হাজার টাকা মোটরসাইকেলটির দরদাম চূড়ান্ত হয়।
ক্রেতা বিপ্লব হোসেন গাড়িটি একটু চোড়ে দেখার প্রস্তাব রাখে। গ্যারেজ মালিক আনোয়ার হোসেন সরল মনে চাবিটি বিপ্লবের হাতে দেয়। বিপ্লব গাড়িটি চালিয়ে গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে রওনা দিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে বিপ্লব ও তার পিতা-মাতার নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ থেকে প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ মাঠে নেমেছেন।