নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় গাংনী উপজেলার কল্যানপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও এসআই(নিঃ) শরিফ হাবিবের নেতৃত্বে বামুন্দি পুলিশ ক্যাম্পের সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। সোমবার বিকেলে গাংনী উপজেলার কল্যানপুর গ্রামে অভিযান চালিয়ে মুনসুর আলীর বাড়ির উত্তর পাশে বাকি মৃত গফুরের বাগান মধ্য হতে আসামী মোঃ শামীমকে আটক করা হয় পরে তাকে তল্লাশি করে ০২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।