Home » গাংনী উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার

গাংনী উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
157 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাংনী উপজেলার মৃতু লিহাজ উদ্দীনের ছেলে আমিরুল ইসলাম, সাহেবনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে জিন্নাত আলী, বাঁশবাড়িয়া গ্রামের মহির উদ্দীনের ছেলে আব্দুর রউফ, রইছ উদ্দীন, আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম, আবু বক্কর সিদ্দিক, আকমল হোসেন ও লিহাজুল ইসলাম।

এদের মধ্যে সাহেবনগর গ্রামের জিন্নাত আলী নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত আসামী। বাকীরা জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত আসামী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক টীম অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই, নুর হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (৩ জুন) বেলা ১২ টার সময় আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন