নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজারে অসুস্থ্য গরুর মাংস বিক্রির অপরাধে আব্দুল হামিদ নামের এক মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এসময় অসুস্থ্য গরুর মাংস জব্দ করা হয়। মাংস বিক্রেতা আব্দুল হামিদ নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
রবিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস বিক্রেতা আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,নওয়াপাড়া বাজারের মাংস বিক্রেতা আব্দুল হামিদ মেহেরপুর সদর উপজেলার ভবানীপাড়া গ্রাম থেকে একটি অসুস্থ্য গরু ক্রয় করেন। পরে ওই গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটিদল তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে আব্দুল হামিদ তার দোষ স্বীকার করলে, পশু জবেহ ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা