আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার আওয়ামী লীগের কাউন্সিল হতে চলেছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ১৫ বছর আগে। উপজেলা আওয়ামী লীগের কমিটির কাউন্সিলের তারিখ বার বার ঘোষণা করা হলেও তা আবার বন্ধও হয়ে গেছে। বিভিন্ন কারণে অনুষ্ঠিত হয়নি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের গাংনী উপজেলা শাখা কমিটি।
দীর্ঘ ১৮ বছর পর গাংনী থানা আওয়ামী লীগের এই মেয়াদ উত্তীর্ণ কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি থেকে। ঘোষিত তারিখ অনুযায়ী চলতি মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হবে ত্রি-বার্ষিক কাউন্সিল। গাংনী পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবার কথা আছে এই প্রতিক্ষীত ত্রি-বার্ষিক কাউন্সিল। কাউন্সিলকে ঘীরে গাংনীর রাজনৈতিক অঙ্গণে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। চলছে চুল চেরা বিশ্লেষণ। নেতা কর্মীদের মাঝে একে অপরের প্রতি যেমন ভালবাসার কথাগুলো মুখে মুখে বয়ে বেড়াচ্ছেন। ঠিক তেমনী বিভিন্ন সময়ে পাওয়া না পাওয়া নিয়ে অনেকের সাথে অনেকের মাঝে বেড়েছে দুরত্ব। তৃণমুলের নেতা কর্মীদের সাথে উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের মাঝে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে।
ভোটের হিসেব নিকেশ সব মিলিয়ে গাংনীর সম্ভাব্য প্রার্থীরা এখন ছুটছেন তৃণমুলের নেতা কর্মীদের কাছে। তবে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত হলে তৃণমুলের নেতা কর্মীরা মনে করেন রাজনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হবে।
তবে, দলীয় কাউন্সিলররা সরাসরি ভোটের দাবী করেছেন আওয়ামী লীগ সভাপতি গণতন্ত্রের মানষ কন্যা শেখ হাসিনার কাছে। তারা বলেছেন, দীর্ঘদিন পর কাউন্সিলর অনুষ্ঠিত হবে। অতএব প্রত্যক্ষ ভোট দিতে চাই আমরা। ভোটের মাধ্যমেই আমরা আমাদের দলীয় নেতা নির্বাচিত করবো।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিলো ২০০৪ সালের মার্চ মাসে। নির্বাচনে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পরে ২০১৫ সালে মেহেরপুর সামসুজ্জোহা পার্কে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনকে সভাপতি ও এম এ খালেককে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। পরে এম এ খালেক গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেন। সেই থেকে গোলাম মোস্তফা গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কে কোন পদে স্থান পাচ্ছেন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
২০ মার্চ গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে হবে এই ত্রিবার্ষিক সম্মেলন। সেখানে চলছে নানা প্রস্তুতি।
দলীয় নেতা-কর্মীরা বলেন, ২০০৪ সালের মার্চ মাসে সর্বশেষ গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. জাফর উল্ল্যাহ চৌধুরী, বাহাউদ্দীন নাছিম, খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী কল্পনা খাতুনসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।