নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী নামক স্থানে গাছের সাথে
আলগামন (ইঞ্জিন চালিত যানবাহন) গাড়ীর ধাক্কা লেগে উল্টে গিয়ে আনারুল ইসলাম (৩৭) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত আনারুল
গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আজিরুদ্দীনের ছেলে।
বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বামন্দী-হাটবোয়ালিয়া সড়কের কামারখালী গ্রাম সংলগ্ন সড়কে নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনারুল মাটির তৈরী রিং-স্লাবের ব্যবসা শেষে বুধবার দিবাগত রাতে আলগামন গাড়ি চালিয়ে বামন্দী থেকে নিজ গ্রাম কামারীখালীতে ফিরছিলেন। সে কামারখালী মাঠের মধ্যে পৌঁছুলে আলগামন গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় আলগামন গাড়ি উল্টে গিয়ে গুরুতরভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন।
গাংনী থানা সূত্র জানায়,খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থল গিয়েছে।