Home » গাংনী উপজেলায় একটি মাদ্রাসা চত্বরে ককটেল উদ্ধার এঘটনার পরপরই সন্দেহভাজন বিএনপির ৭জন নেতাকর্মী আটক

গাংনী উপজেলায় একটি মাদ্রাসা চত্বরে ককটেল উদ্ধার এঘটনার পরপরই সন্দেহভাজন বিএনপির ৭জন নেতাকর্মী আটক

কর্তৃক xVS2UqarHx07
115 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরের একটি মাদ্রাসা চত্বরে ককটেল বিস্ফণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৫টি অবিষ্ফােরিত ককটেল, ২টি রাম দা ও কিছু লাঠিসােটা উদ্ধার করেছে পুলিশ। এঘটনার পরপরই পুলিশের অভিযানে সন্দেহভাজন বিএনপির ৭জন নেতাকর্মী আটক হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বােমা বিস্ফােরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই গাংনী থানা ও বামন্দী ফাঁড়ি পুলিশের কয়েকটিদল অভিযান চালিয়ে বিএনপির ৭জন নেতাকর্মীকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,শুক্রবার রাতে বামন্দীর একটি মাদ্রাসায় বিএনপি-জামাতের নেতাকর্মীরা নাশকতার লক্ষে গােপন বৈঠক করছিল।

খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছানাের পূর্ব মুহুর্তে তারা ককটেল বিস্ফােরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ৫টি অবিস্ফোরিত ককটেল, ২টি রাম দা ও কিছু লাঠিসােটা উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে ৭জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের নামে মামলার প্রক্রিয়া চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন