আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরের একটি মাদ্রাসা চত্বরে ককটেল বিস্ফণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৫টি অবিষ্ফােরিত ককটেল, ২টি রাম দা ও কিছু লাঠিসােটা উদ্ধার করেছে পুলিশ। এঘটনার পরপরই পুলিশের অভিযানে সন্দেহভাজন বিএনপির ৭জন নেতাকর্মী আটক হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বােমা বিস্ফােরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই গাংনী থানা ও বামন্দী ফাঁড়ি পুলিশের কয়েকটিদল অভিযান চালিয়ে বিএনপির ৭জন নেতাকর্মীকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,শুক্রবার রাতে বামন্দীর একটি মাদ্রাসায় বিএনপি-জামাতের নেতাকর্মীরা নাশকতার লক্ষে গােপন বৈঠক করছিল।
খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছানাের পূর্ব মুহুর্তে তারা ককটেল বিস্ফােরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ৫টি অবিস্ফোরিত ককটেল, ২টি রাম দা ও কিছু লাঠিসােটা উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে ৭জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের নামে মামলার প্রক্রিয়া চলছে।