নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রামে কােমলপানীয় (এনার্জি ড্রিংক) ভেবে বিষ পান করে আব্দুল্লাহ নামের এক শিশু অসুস্থ্য হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
শিশু আব্দুল্লাহ পলাশীপাড়া গ্রামের মধ্যেপাড়ার সিরাজুল ইসলাম ওরফে সিরাজ পােদ্দারের ছেলে। শনিবার সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়,ঘরে বোতলে ভর্তি আগাছার দমনের বিষ রাখা ছিল। শিশু আব্দুল্লাহ বোতলে রাখা ওই বিষ এনার্জি ড্রিংক ভেবে পান করে। পরে বমি শুরু করে। বিষয়টি শিশুটির মা জানতে পেরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।