নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকলীগ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আবু সামা।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এম এ খালেক। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলালীগ নেত্রী ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তহসিন আলী।
হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলমের সδালনায় এসময় বক্তব্য রাখেন,জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ,গাংনী পৌর কৃষক লীগের সভাপতি বদরুল আলম বুদু,যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু,মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী এলাকা পরিচালক জেলা কৃষকলীগের অন্যতম নেতা এবং কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তার,কৃষকলীগ নেতা আব্দুল হালিম,সাবেক ছাত্রলীগ নেতা মজনুর রহমান মজনু,শফিকুল ইসলাম,শরিফুল ইসলাম,মোজাম্মেল হক,ইউপি সদস্য নাজমুল হক ও রেশমা খাতুন প্রমুখ।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জিনারুল ইসলামকে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উল্লেখ্য,তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হিসাবে শরিফুল ইসলাম,সাইফ হোসেন ও মোজাম্মেল হক প্রার্থীতা ঘোষণা করেন। ফলে তাৎক্ষনিকভাবে সভাপতি নির্বাচন না করে পরবর্তিতে ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।