মেহেরপুর প্রতিনিধি:
- গাংনী উপজেলায় গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে
মেহেরপুরের গাংনীতে গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে জেলার গাংনী সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে গাংনী গণিত পরিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী গণিত পরিবারের সভাপতি সাঈফ কৌশিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান,মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম),জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারমান এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।