Home » গাংনী উপজেলায় ঘুমের ঔষুধ ​খেয়ে আত্মহত্যার চেষ্টা

গাংনী উপজেলায় ঘুমের ঔষুধ ​খেয়ে আত্মহত্যার চেষ্টা

কর্তৃক xVS2UqarHx07
178 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

টেলিভিশনে ভলিউম বেশী দেওয়ার জন্য মায়ের বকুনি দেওয়ায় জুথি খাতুন (১২) নামের এক স্কুল ছাত্রী চেতনানাশক বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা হয়েছে।

জুথি খাতুন গাংনী পৌর সভার ২ নং ওয়ার্ড মাঠপাড়া এলাকার হাসান আলীর মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।

রোববার বিকাল সাড়ে তিনটার সময় ঘুমের বড়ি খাই সে। মেয়েটির মা জানান, অতিরিক্ত ভলিউম দিয়ে টেলিভিশন দেখছিলো জুথি। তাকে ভলিউম কমানো বলায় অভিমানে ঘরে থাকা ঘুমের বড়ি খাই সে।

ঘুমের বড়ি খেয়ে অচেতন হয়ে পড়লে সংগে সংগে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গাংনী

হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মেহেদী হাসান জানান, বর্তমানে জুথির অবস্থা ভাল আছে। যেহেতু ঘুমের বড়ি খেয়েছে। ঘুম ভাঙতে তার বেশ কিছু সময় লাগবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন