নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামে কৃষকদের সাথে মতবিনিময় করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার বিকেল ৫ টার দিকে চরগোয়াল গ্রামের ফুটবল মাঠ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান।
স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হানে পরিচালনায়- সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যেই গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি চরগোয়াল গ্রামে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে কৃষকের উঠতি ফসল বিনষ্ট করছে। তাই গ্রামবাসীদের ঐক্যবদ্ধ হয়ে সেই দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। সেক্ষেত্রে পুলিশ জনতার সাথে কাজ করবে।