নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন-কাজীপুর গ্রামের হাজীপাড়ার আব্দুস সালাম (৫০),সাজেদুর রহমান (৪৫) ও ইমদাদুল হক। অন্যপক্ষের আহতরা হলেন-বাবু মিয়া (৫০),কাফিরুল ইসলাম (৫৫) ও হাফিজুর রহমান (৬০)।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজীপুর গ্রামের হাজীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজীপুর গ্রামের হাজীপাড়ার আব্দুর রাজ্জাক ও তার নিকট আত্মীয় আব্দুস সালাম মিলে গ্রামের এক ব্যক্তির সাথে এক দাগে জমি ক্রয় করেন। ওই জমির সীমানা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ৬জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। এ রিপাের্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছিল।