আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রাম থেকে ১২ হাজার টাকার জাল নোটসহ ফখরুল ইসলাম (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ফখরুল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার খেঁজুরবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে করমদী বাজার এলাকা থেকে ফকরুলকে স্থানীয়রা আটকের পর গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয়রা জানান, ফকরুল তার শার্টের বােতাম লাগানাের জন্য করমদী বাজারের একটি টেইলার্সে অবস্থান নেয়। পরে ওই বাজারের একটি বিকাশ এজেন্টের কাছে যায়। এসময় সে একটি মােবাইল নাম্বার দিয়ে এজেন্টকে ১০ হাজার টাকা বিকাশ করতে বলে। টাকাগুলো জাল সন্দেহে এজেন্টের মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে নেই। টাকাগুলাে জাল সনাক্ত হলে, ফকরুল দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকের সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ১২টি জাল নােট উদ্ধার করা হয়। তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ফকরুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।