Home » গাংনী উপজেলায় জুয়া খেলার অভিযােগে ৯জনকে আটক করেছে পুলিশ

গাংনী উপজেলায় জুয়া খেলার অভিযােগে ৯জনকে আটক করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
100 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে জুয়া খেলার অভিযােগে ৯জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃকরা হলেন-দিগলকান্দি গ্রামের বিল্লাল হােসেনের ছেলে জাহিদ হােসেন (৩০), মফিজ উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৩০), মৃত আব্দুল জলিলের ছেলে মুনসুর আলী (৪৮),মৃত জালাল উদ্দীনের ছেলে আলামিন হােসেন (৩৮),গােলাম রহমানের ছেলে তুষার ইমরান (২০),মৃত খেদের বকসের ছেলে আশরাফুল ইসলাম (৪০),গােলাম মােস্তফার ছেলে লিখন মিয়া (২৫),ফরজ আলীর ছেলে বিপ্লব হােসেন (২৫),জহুরুল ইসলামের ছেলে বাপ্পি মিয়া (২০)।

শনিবার দিবাগত মধ্যেরাতে গাংনী থানা পুলিশের এস আই শাহিন মিয়া সঙ্গীয় ফাের্স নিয়ে দিগলকান্দি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৯জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ১২ হাজার ৩৩৫ টাকা উদ্ধার করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,আটককৃতদের নামে মামলা দিয়ে রবিবার সকালে মেহেরপুর আদালতে নেয়া হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন