আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের জামে মসজিদ থেকে জামায়াতের ৩০ জন নেতাকর্মী আটক ও চাঁদা উত্তোলনের খাতা,লিফলেট ও কিছু জিহাদী বই উদ্ধার মামলার আসামি মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির তাজুদ্দিন আহমেদ ও মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেলরানা ডলারকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকালের দিকে আদালতের মাধ্যমে তাজউদ্দিন আহমেদ এবং সোহেল রানা ডলারকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাহাজ উদ্দিন ও সোহেল রানা ডলার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টার দিকে গাংনী থানা পুলিশের কয়েকটিদল কুঠিভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে অভিযান চালিয়ে জামায়াতের ৩০জন নেতাকর্মী আটক করেন । ওই ঘটনায গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১১। জিআর ৩০/২২।