মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার জােড়পুকুরিয়া বাজার থেকে সাব্বির হােসেন (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত সাব্বির গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের ইসরাফিল হােসেনের ছেলে।
এসময় তার কাছ থেকে ৫৩ বােতল ফেনসিডিল, ১টি মােবাইলফােন ও ২টি সিম কার্ড। শুক্রবার দিবাগত মধ্যেরাতে র্যাব-৬ (গাংনী) ক্যাম্পের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্র জানায়,জােড়পুকুরিয়া বাজারে মাদক কারবারি চলছে এমন গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল সেখানে অভিযান চালিয়ে সাব্বির হােসেন নামের একজনকে ৫৩ বােতল ফেনসিডিল, ২টি মােবাইলফােন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। আটককৃতকে শনিবার সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।