নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আসাব আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আসাব আলী গাংনী উপজেলার সিঁন্দুরকৌটা গ্রামের হাসমতুল্লাহর ছেলে।
শুক্রবার (২৬ আগস্ট), বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি আসাব আলী তার মায়ের সাথে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। শুক্রবার বিকেলে নানার বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ফুটবলটি গড়িয়ে পুকুরের পানিতে পড়ে। আসাব ফুটবলটি কুড়াতে পুকুরে নামলে, ডুবে মারা যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজা-খুজির এক পর্যায়ে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।