Home » গাংনী উপজেলায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত

গাংনী উপজেলায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কর্তৃক xVS2UqarHx07
146 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে পিকআপের ধাক্কায় রিপন হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পৌনে আটটার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। সে জাপান বাংলাদেশ টোব্যাকো কোম্পানির মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, রিপন হোসেন মোটরসাইকেল যোগে আকুবপুর নামক স্থানে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুঁমড়ে মুচঁড়ে যায়। রিপন রাস্তার উপর পড়ে মুখোমন্ডল থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর বামন্দী ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন নিহতের মরদেহ সুরোতহাল রিপোর্ট শেষে উদ্ধার প্রকৃিয়া চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন