আজকের মেহেরপুর ডেস্ক:
পুত্র বধুর নির্যাতন সইতে না পেরে বীষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন শাশুড়ি আশেদা খাতুন (৪৫) আশেদা খাতুন গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টার সময় বীষপান করেন আশেদা খাতুনের স্বামী ওসমান আলী জানান, আমার একমাত্র পুত্রবধু কাকলী খাতুনের সাথে প্রতিদিনই ঝগড়া ঝাটি লেগেই আছে। আজ বেলা সাড়ে ১২ টার দিকে শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগাল করলে ক্ষোভে বীষপান করে। সাথে সাথে আশেদাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার বীষ উত্তোলন করেন ডাক্তার।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত স্যাকমো সোহাগ হোসেন জানান বর্তমানে সে সুস্থ্য আছে।