Home » গাংনী উপজেলায় পুত্রবধূর নির্যাতন সইতে না পেরে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে

গাংনী উপজেলায় পুত্রবধূর নির্যাতন সইতে না পেরে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে

কর্তৃক xVS2UqarHx07
223 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে পুত্রবধূর নির্যাতন সইতে না পেরে আবেদা খাতুন(৬৫) নামের এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবেদা খাতুন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ার ফজল মালিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আবেদা খাতুন বেশ কিছুদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তার পুত্রবধু তার দেখাশোনা করতো না বরং বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিল। সেই অত্যাচার সইতে না পেরে ওড়না পেঁচিয়ে শয়নকক্ষের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংবাদ পেয়ে এসআই আতিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেছেন। পরিবেশ পরিস্থিতি অনুযায়ি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন