আজকের মেহেরপুর ডেস্ক:
গাংনীর মালশাদহ-বারাদী সড়কের ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের রাজা ক্লিনিকের সামনে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুজন আহত হয়েছেন।
আগতরা হলেন, বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিবের ছেলে সজিব হোসেন (২২) ও গাংনী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড বাজারপাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে আল মামুন (২৬)।
এদের মধ্যে সজিব হোসেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া মামুন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সজিব হোসেন জানান, সে মোটরসাইকেল যোগে বারাদী থেকে গাংনী আসার পথে বিপরীত দিক থেকে আসা আলগামনের সাথে ধাক্কা লেগে পার্শবর্তি একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক দেবাশীষ কাপুড়িয়া জানান আহত সজিবের মুখমন্ডলে মারাত্বক ক্ষত হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।