আজকের মেহেরপুর ডেস্ক:
বাড়ির জমি ভাগাভাগি কে কেন্দ্র করে ভাগিনার ধারালো ভাগিনা হাঁসুয়ার আঘাতে মামা আলাউদ্দিন আহত । আলাউদ্দিনকে আহত অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন গাড়াডোব গ্রামের আতাহার মিয়ার ছেলে।
জানাগেছে ঘটনার সময় বাড়ির জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে আলাউদ্দিন ও তার ভাগিনা রেজাউলের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রেজাউল ও তার দুই ভাই তার মামা আলাউদ্দিনকে ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়