নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে টয়লেট পরিষ্কার করতে গিয়ে শারমিন আক্তার(৪৮) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার উপজেলার বড়বামন্দী গ্রামের প্রবাসীর আরেজুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন আক্তার বিকেলে বাড়ির টয়লেট পরিষ্কার করছিলেন। এ সময় বৈদ্যুতিক মোটরের লাইনে বিদ্যুতায়িত হয়ে তিনি পড়ে ছিলেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ নিজ বাড়িতে ফিরিয়ে নেয় পরিবারের লোকজন।
শারমিন আক্তার দুই ছেলে মেয়ের জননী। স্বামী ও ছেলে প্রবাসে। একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন।