নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা, বোমা তৈরীর সরঞ্জাম ও গাঁজা উদ্ধারের ঘটনার দুই দিন পর ওই গ্রামের সাহারুল ইসলাম ওরফে জাব্বারুল ইসলাম (৪৮) তার ছেলে সোহেল রানা (২০)কে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশ পৃথক দু’টি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার রাতে হিজলবড়িয়া গ্রামের জাব্বারুলের বাড়িতে অভিযান পুলিশের কয়েকটি দল।
পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক আব্দুল জব্বার ও তার ছেলে সোহেল রানা। আব্দুল জব্বার পেশায় এক গাছি (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)। পাশাপাশি সে গোপনে বোমা তৈরী করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতো।
গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে তার বাড়ির আশেপাশে ঘিরে অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে তার বসতবাড়ির শয়ন কক্ষের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি ও প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। এসময় বোমা তৈরীর সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য উৎপাদন ও রাখার অপরাধে গাংনী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় বাবা ও ছেলেকে আটক করা হয়। সােমবার তাদের মেহেরপুর আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।