আজকের মেহেরপুর ডেস্ক:
টিউবওয়েলের পাশে মটারের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বী হোসেন (৬) নামের এক শিশু মারাত্বক আহত হয়েছে। রাব্বী হোসেন গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বিকালে বাড়ির মধ্যে টিউবওয়েলের পাশে মটারের সুইচ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
রাব্বী হোসেনের দাদী সুফিয়া খাতুন জানান, খেলা করছিল রাব্বী হোসেন। হঠাৎ সে টিউবওয়েলের পাশে মটারের সুইচ দিতে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত (স্যাকমো) সোহাগ হোসেন জানান, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।