Home » গাংনী উপজেলায় মাঠের ভূট্টা ক্ষেত থেকে একজন কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাংনী উপজেলায় মাঠের ভূট্টা ক্ষেত থেকে একজন কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
60 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের খড়ের আইল (দোপের) মাঠের ভূট্টা ক্ষেত থেকে জগত আলী ওরফে জমির আমিন (৫৫) নামের একজনের কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জগত আলী ওরফে জমির আমিন একই উপজেলার আমতৈল গ্রামের মৃত তমেদ আলী বিশ্বাসের ছেলে। ও ৩ সন্তানের জনক জগত আলী পেশায় একজন আমীন (জমি জরিপকারী)।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে গজাড়িয়া হেমায়েতপুর দোপের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।

নিহত জগত আলীর বড় ভাই লিয়াকত আলী জানান,রোববার ভোরে ফজর নামাজ শেষে জগত আলী বাড়ি থেকে মাঠে যায়। সকালের দিকে খবর পায় তার মরদেহ মাঠে পড়ে আছে।

জমিজমা নিয়ে জগত আলীর সাথে বড় ভাই মৃত আব্দুর রহমানের দু’ছেলে গাফ্ফার আলী ও জুব্বার আলীর সাথে কয়েক মাস যাবত দ্বন্দ্ব চলছিল।

জগত আলী শরিকানা ১০ শতক জমি বোনের সাথে ক্রয় করে। ওই জমি বড় ভাইয়ের দু’ছেলে গাফ্ফার ও জুব্বার দখল করার জন্য বেশ কয়েকবার বাকবিতন্ডা করে।

জগত আলী ওই জমিতে এবার ভূট্টা চাষ করেছিল। কিন্তু জমি দখলের জন্য বড় ভাইয়ের দু’ছেলে একই জমিতে শরিষা বপন করে।

এ দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার চোখে ও মাথায় পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে খবর পেয়ে মেহেরপুর পুলিশের এএসপি সার্কেল ও গাংনী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জগত আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

যেহেতু তার স্ত্রীর দাবী তাকে হত্যা করা হয়েছে। তাই মরদেহটি ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, জগত আলীর চোখে রক্তের আলামত ও মাথায় পিঠে আঘাতের চিহৃ রয়েছে ।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জমিজমা বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের রিপাের্ট হাতে পাওয়ার পর বিষয়টি পরিস্কার জানা যাবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন