আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মাঠ থেকে রাতের আঁধারে সেচ পাম্পে ব্যবহৃত ৪টি ট্রান্সফর চুরি হয়েছে। সােমবার দিবাগত রাতে মহাম্মদপুর সীমানা নামক মাঠ থেকে ওই গ্রামের লিটন ও সবুজ আলীর স্থাপনকৃত ২টি খুঁটি থেকে ৪টি ট্রান্সফরমার চুরি হয়। স্থানীয়রা জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় ওই মাঠের শতাধিক কৃষকের চাষ কাজ ব্যাহত হবে।