নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ০৪ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলার কাজীপুর কাচারিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আবু দাউদের ছেলে নাদেম ইসলাম (২২), কুষ্টিয়া দৌলতপুর থানার খলিশাকুন্ডি গ্রামের ডাবলু হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৫), নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩২), আইয়ুব আলীর ছেলে জিনারুল ইসলাম (৪০)।
ডিবি সূত্রে জানা গেছে, কাজীপুর কাচারিপাড়া এলাকায় মোটরসাইকেল যোগে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু এবং এএসআই মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক কৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।