নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের আল- ফারুক ওরফে মিল্টন (৪২) সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত হয়েছেন। নিহত মিল্টন হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার এনামুল হকের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে মিল্টন নিহত হন। স্থানীয়রা জানান ,মিল্টন কুষ্টিয়া এলাকায় একটি বেসরকারি কোম্পানীতে ৩ বছর যাবত গাড়ি চালক হিসাবে চাকরী করে আসছিলেন। চাকরীর কাজে ঢাকা থেকে কুষ্টিয়া ফেরার পথে সিরাজগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় মিল্টন নিহত হন।