আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের বীর মুক্তিযােদ্ধা মজনুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ)। বীর মুক্তিযােদ্ধা মজনুর রহমান নিশিপুর গ্রামের মৃত আমির উদ্দীন বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বামন্দী শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে,তাকে বামন্দী শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার সময় নিশিপুর গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বীর মুক্তিযােদ্ধা মজনুর রহমানকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খ্লেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন ও উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলী, বীর মুক্তিযােদ্ধা নুরুল হুদা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং গাংনী থানা পুলিশের একটিদল বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমানকে গার্ডঅপ অনার প্রদান করেন।