নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে গাংনী উপজেলার বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কের দেবীপুর গ্রামে মৌমাছির কামড়ে ২৫জন পথচারি আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
সােমবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি সুমন হােসেন জানান,তেঁতুলবাড়ীয়া-বামন্দী সড়কের দেবীপুর গ্রামের ৫ গজ দূরে একটি গাছে মৌচাক ছিল। বাজ পাখি ওই মৌচাকে হানা দিয়ে ছটকে পড়েন। এসময় মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে ২৫জন পথচারীকে কামড় দেয়। মৌমাছির কামড়ে তারা অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয় লােকজন তাদের উদ্ধার করে বামন্দী শহরের ক্লিনিকগুলােতে চিকিৎসার ব্যবস্থা করেন।