Home » গাংনী উপজেলায় লাউয়ের জমিতে কাজ করতে গিয়ে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু

গাংনী উপজেলায় লাউয়ের জমিতে কাজ করতে গিয়ে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
170 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে লাউয়ের জমিতে কাজ করতে গিয়ে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন কৃষক। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ টার সময় এঘনা ঘটে। আহতরা হলেন- আলী হোসেন(৫০), হায়াত আলী (৬৩), ও নিহত হায়দার আলীর ছেলে মাসুদ রানা (১৮)। স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী জানান, আজ সকালে হায়দার আলী তার ছেলে মাসুদ রানা সাহারবাটি কড়ইতলা মাঠে লাউয়ের জমিতে কাজ করতে যায়। এসয় জমির পার্শের একটি বটগাছে থাকা মৌচাকে হানা দেয় মাছি খাদক বাজ পাখি। বাজপাখির আক্রমণে মৌমাছির দল তাদের কামড় দেয়। এসময় ঘটনা স্থলেই মারা যান হায়দার আলী। আহত হয় ছেলে মাসুদ রানা।চিৎকারে মাঠের অন্যান্যরা ছুটে আসলে মৌমাছির কামড়ে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে গাঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৌমাছির কামড়ে আহত এবং নিহতের ঘটনায় এলাকায় মৌমাছির আতঙ্ক বিরাজ করছে।সেই সাথে নিহতের পরিবারে চলছে শোকের মতন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন