আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামে শত্রুতাবশত বিষ প্রয়ােগে ২ জন মৎস্য চাষীর আনুমানিক ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে। ধানখােলা উত্তরপাড়া সংলগ্ন একটি পুকুরে মাছ নিধন করা হয়।
জানা গেছে,ধানখােলা গ্রামের উত্তরপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে ইয়ামিন আলী মাস্টার ও একই পাড়ার আব্দুর রশীদের ছেলে রহিদুল ইসলাম যৌথভাবে পুকুর বন্দােবস্তু নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত শনিবার দিবাগত রাতের কােন এক সময়ে দুর্বৃত্তরা তাদের পুকুরে বিষ প্রয়ােগ করে।
মৎস্য চাষি রহিদুল পুকুরে গিয়ে দেখেন মাছ মরে ভাসছে। মাছ চাষি রহিদুল ইসলাম জানান,গ্রামের একজন ব্যক্তির সাথে আমার মনােমালিন্যে ছিল। হয়তাে শক্রতাবশত সে এই ন্যাংকারজনক কাজ করে থাকতে পারে। তবে এ বিষয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আমরা দু’জন মৎস্য চাষি বিভিন্ন মাধ্যমে ঋণ নিয়ে, এমনকি হালের গরু বিক্রি করে মাছ চাষ করে আসছিলেন। অন্যের পুকুর বন্দােবন্ত নিয়ে মাছ করে আসছিলাম। মাছ মারা যাওয়ার কারণে কিভাবে এ ঋণের বােঝা বহন করবাে। গাংনী থানা সূত্র মাছ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।