নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত আমিরুল ইসলাম (৪৮) একদিন পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সকালের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
আমিরুল ইসলাম গাঁড়াডোব গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ি।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়,গত মঙ্গলবার সন্ধ্যার দিকে আমিরুল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব হাটপাড়ায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় মেহেরপুর দিক থেকে গাংনী উপজেলা শহর অভিমুখে আসা একটি মোটরসাইকেল পিছনের দিক থেকে তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে মাটিতে লুটিয়ে গুরুতরভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।