Home » গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত-১

গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত-১

কর্তৃক xVS2UqarHx07
125 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ধলার মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় হবিদেন নামের এক কৃষক আহত হয়েছেন।
শনিবার (২৫ জুন), বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাঠ থেকে মহিষ চড়িয়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। আত্মীয়রা জানান, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশ থেকে তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় হবিদেন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
হবিদেন একজন মহিষ পালক ও কৃষক বলে জানা যায়। তিনি গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে।

তিনি এখন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন