Home » গাংনী উপজেলায় হাটবোয়ালিয়া সড়কে গরু ব্যাবসায়ীর কাছে চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল

গাংনী উপজেলায় হাটবোয়ালিয়া সড়কে গরু ব্যাবসায়ীর কাছে চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল

কর্তৃক xVS2UqarHx07
130 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী হাটবোয়ালিয়া সড়কে গরু ব্যাবসায়ীর কাছ থেকে চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।

বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতদল গরুর ব্যাপারীদের একটি গাড়ি থামিয়ে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শুক্রবার গাংনী থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের শফিউদ্দিনের ছেলের মুকলুকাতের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গরুর ব্যাপারী মুকলুকাত সহ কয়েকজন ব্যাপারী লালমনিরহাট জেলার বড়বাড়িয়া পশুর হাট থেকে গরু ক্রয় করে ট্রাক যোগে বাড়ি ফিরছিলেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে গাংনী উপজেলার বামন্দী হাটবোয়ালিয়া সড়কের ছাতিয়ান সিটিগাড়ির মাঠে পৌঁছালে ৭/৮ জনের মুখোশধারী একদল ডাকাত রাস্তার উপরে গাছ ফেলে ট্রাকের গতিরোধ করে। এসময় মুখোশধারী ডাকাত দল ব্যাপারিদের কাছে থাকা ৩ লক্ষ ৯৮ হাজার ৬১০ টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেই। এ ঘটনায় মকলুকাত বাদী হয়ে দঃবিঃ ৩৯৫। পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১।তারিখ ১ জুলাই।

০ মন্তব্য

You may also like

মতামত দিন