Home » গাংনী উপজেলায় ২ নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচনে জিনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন

গাংনী উপজেলায় ২ নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচনে জিনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
82 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচনে জিনারুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক ১৩শ ৪০ ভোট পেয়ে মেম্বার (সদস্য) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহারুল ইসলাম (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ৮শ ৯৪ ভোট ।

এছাড়াও মহব্বত আলী (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৬৫ ভোট এবং রকিবুল ইসলাম (মােরগ) প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৫ ভােট। এ ওয়ার্ডের মােট ভোটার সংখ্যা ৩ হাজার,৫শ ৮৭। এবং ভােট পােল হয়েছে ২ হাজার,৫শ ২৪ ভােট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভােটগ্রহণ চলে। নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান কল্লোল জানান,নির্বাচন অবাধ-সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ভােটগ্রহণের একদিন আগে থেকে কেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তৎপর ছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন