নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজারে ২ স্ত্রীর মন যােগাতে ব্যর্থ হয়ে ক্ষােভে নিজের ব্যবহৃত মােটরসাইকেল পােড়ালেন স্বামী গােলাম মােস্তফা।
মঙ্গলবার বিকেলে গাংনী-কাথুলী সড়কের নওপাড়া বাজারের উপর গোলাম মোস্তফার নিজের ব্যবহৃত একটি চাইনা ১০০ সিসির মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেন। এসময় নিজের ডেকোরেটর দোকানটিতেও ভাঙচুর করেন গােলাম মােস্তফা। এসময় স্থানীয়রা তার এমন কর্মকান্ড থামাতে চেষ্টা করেও ফল হয়নি। মােস্তফার রাগের তােপের মুখে অনেকেই ভয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন। গােলাম মােস্তফা নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
গোলাম মোস্তফার মা রেবেকা খাতুন জানান, আমার ছেলে গোলাম মোস্তফার প্রথম স্ত্রী আল্পনা খাতুন। ৩ছেলে নিয়ে সুখেই সংসার চলছিল আমার ছেলে মােস্তফার । এক বছর আগে পার্শ্ববর্তি কাথুলী গ্রামের সোনালী খাতুনের সাথে প্রেমের সম্পর্ক করে দ্বিতীয় বিয়ে করে মােস্তফা । আল্পনা খাতুন তার ৩ ছেলে নিয়ে নওপাড়াতে শ্বশুরের ভিটায় থাকেন । আর দ্বিতীয় স্ত্রী সোনালী খাতুন থাকেন ভাটপাড়া আশ্রয়ন এলাকায়। গোলাম মোস্তফা দুই স্ত্রীর সাথে মন যুগিয়ে চলাটা যেনাে এদানিং কষ্ট সাধ্য পড়েছিল।
গত সোমবার (২৭ জুন) বিকেলে প্রথম ও দ্বিতীয় স্ত্রী মধ্যে ঝগড়া বাধে। স্বামী গােলাম মােস্তফা তাদের ঝগড়া থামাতে না পেরে রাগে-ক্ষােভে নওয়াপাড়া বাজারের সড়কের উপর নিজের ব্যবহৃত মােটরসাইকেল পুড়িয়ে ফেলেন। পরে ওই বাজারে তার ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙ্চুর করেন। নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন জানান, দুই স্ত্রীর অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফার প্রথম স্ত্রী আল্পনা খাতুন বলেন, আমার ছেলে বড় হয়ে গেছে। প্রায় সময়ই ৩টি ছেলে তার বাবার খোঁজ করে থাকে। তারা বাবার আদর ভালােবাসা পেতে চাই। আমি তাকে নিজের সন্তানের দিকটাও দেখতে বলি। কিন্তু সতীন সোনালী গোলাম মোস্তফাকে আমাদের কাছে আসতে দেবেনা।
এদিকে গোলাম মোস্তফার দ্বিতীয় স্ত্রী সোনালী খাতুন বলেন, আমাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বিয়ে করেছে গােলাম মােস্তফা। বিয়ের পর থেকে সে আমাকে গুরুত্ব দেই না। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গাড়ি পোড়ানোর ব্যাপারে কেউ অভিযোগ দিলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।